নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনার মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩১, ২৫ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনার মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত

মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা,  মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা কার্যক্রমের অগ্রগতি মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে ফতুল্লার জালকুড়িস্থ পরিবার পরিকল্পনা উপপরিচালক এর সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা'র উপপরিচালক  মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন  পরিবার পরিকল্পনার মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক মোঃ শরিফুল ইসলাম। 


রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার এর সঞ্চালনায় ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ রায় এর প্রেজেন্টেশন উপস্থাপনায় কর্মশালায় জেলার পাঁচ উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মো. শাহ্ জালাল।