নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে ৬০ মামলায় ৬৬৪৫০ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:০৭, ২৯ জুলাই ২০২১

শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে ৬০ মামলায় ৬৬৪৫০ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস মোকাবেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

 

বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  কঠোরভাবে লকডাউন কার্যকর করার লক্ষে ২৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এ সময় লকডাউনের নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করায় ৬০টি মামলায় ৬৬ হাজার ৪শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। তবে কাউকে শাস্তি স্বরূপ কোনো কারাদণ্ড দেয়া হয়নি।


মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মানুষকে বিভিন্ন ভাবে ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেন।


মোবাইল কোর্ট পরিচালনা করেন- নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম, সাইদুর রহমান হিমু, আবদুল মতিন খান, সানজিদা আক্তার, নাসরিন আক্তারসহ আরও অনেকে।