নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে লকডাউন অমান্য, ফেরীতে পারাপার হচ্ছে সবধরনের যানবাহন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৯, ২৫ জুলাই ২০২১

আড়াইহাজারে লকডাউন অমান্য, ফেরীতে পারাপার হচ্ছে সবধরনের যানবাহন

আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাটে লকডাউন অমান্য ফেরী দিয়ে পারাপার করছে সবধরনের  যানবাহন। এতে করে বাড়ছে মানুষের চাপ। ফলে বেড়েই চলছে করোনার ঝুঁকি। 


সরেজমিনে দেখা গেছে, গত দুইদিন যাবত আড়াইহাজারের বিশনন্দী ফেরীঘাটে মানুষের উপচে পড়া ভিড়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন শুক্রবার ও শনিবার  কয়েক ঘন্টা অভিযান করে মানুষের চাপ কমাতে পারছে না। 


কারণ ফেরী দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করার কারণে মানুষের ভিড় লেগেই থাকছে। ইজারাদার মাহাবুব   লকডাউন অমান্য করে ফেরী দিয়ে সব ধরণের যানবাহন চলাচল করতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।


জানা গেছে, সরকারী নিয়ম অনুযায়ী লকডাউনে মধ্যে এ্যাম্বুলেন্স, বিদেশ ফেরত যাত্রী ও পণ্যবাহী যানবাহন ছাড়া কোন প্রকার গাড়ী পারাপার করতে পারবে না। কিন্তু দুই দিন ধরেই মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটো রিকশা দেদারছে পারাপার হচ্ছে। 


আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, নিয়ম অমান্য করলে ফেরী বন্ধ করে দেওয়া হবে।