নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৩, ৬ জুলাই ২০২১

রূপগঞ্জে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রূপগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৩ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলার   ছনিসহ বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 


এ সময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী বলেন, মন্ত্রী গাজীর নির্দেশনায় অসহায়, কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। 


আমার নিজস্ব ব্যক্তি উদ্যোগে মানুষকে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ প্রথম দিন ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। 


পবিত্র ঈদুল আজহার আগে লকডাউন চলাকালে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সব মিলিয়ে কমপক্ষে আরও ১২শ' পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এটা অব্যাহত থাকবে।


খাদ্য সামগ্রী বিতরণকালে রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসান, যুবলীগ নেতা মিঠু খন্দকার ও জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।