নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে  ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৪:১৮, ৮ জুন ২০২১

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে  ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের  মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৬ জুন) রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন  ঝাউগড়া এলাকায় অবস্থিত  জাহিন স্পিনিং মিলে।  নিহত শ্রমিকের নাম আশিকুর রহমান (৩০)। তার  বাড়ী বরিশালে। সে আড়াইহাজার উপজেলার কামরানীরচরে শ্বশুর বাড়ীতে থাকতো। তার শ্বশুরের নাম লিটু মিয়া। 

মিল কর্তৃপক্ষ জানায়, ঘটনার  সময় মিলের ইলেকট্রিশিয়ান  আশিকুর রহমান তার দায়িত্ব পালন কালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলের ৪ তলা থেকে রাস্তায় পড়ে  গুরুতর আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন 

আড়াইহাজার থানার ওসির দায়িত্বে থাকা আনিচুর রহমান জানান, ঘটনাটি  শুনেছি। আমাদের নিকট কেউ অভিযোগ করেনি। 

 

আরও পড়ুন :নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ১৮৩ আক্রান্ত ১৯