নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫

বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৮, ২৯ এপ্রিল ২০২৫

বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ১৪ কেঁজি গাঁজাসহ সাথী মনি (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উক্ত মাদক মামলায় তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ। 

এরআগে সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা গামী এমআর এন্টারপ্রাইজের ঢাকা মেট্রো ব ১২-১৫৪৭ নাম্বারে যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে উক্ত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাথী মনি সুদূর দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিনগর এলাকার শহীদ মিয়ার মেয়ে ও  তাইজুল ইসলামের স্ত্রী। 

গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব-১১ নায়েক সুবেদার  গিয়াস উদ্দিন সিকদার বাদী হয়ে ধৃত নারী মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।