
পূর্বাচলের ৩'শ ফিট সড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় মো. চাঁদ (২১) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় ৩'শ ফিট সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত চাঁদ রাজশাহীর বাগমারার তাহেরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে এবং পেশায় ট্রাকের হেলপার ছিল।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম জানান, কাঞ্চন ব্রিজ হয়ে ঢাকাগামী মাছ ভর্তি একটি ট্রাক-১৮৪৬৮৫ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাক ঢাকা মেট্রো-ট ১৩৮৮২৭ কে সজোরে ধাক্কা দিলে মাছবাহী ট্রাকের হেলপার চাদ ঘটনাস্থলেই নিহত হয়।
পরে দূর্ঘটনা কবলিত ট্রাক দুইটিকে আটক করা হয়। নিহত চাঁদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।