
আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে সেখানে নেয়ার পথে তিনি গাড়িতে মৃত্যুবরণ করেন। নিহত আনোয়ার হোসেন নরসিংদী জেলার মাধবদী থানাধীন শিলচর ভাসানিয়া এলাকার মৃত সোবহানের ছেলে।
এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মোটরসাইকেল চালক ইমনের বাড়িতে স্থানীয়রা ভাংচুর করে। অপরদিকে নিহত আনোয়ার হোসেনের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের মাতমে ভারী হয়ে উঠে এলাকার বাতাস।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তে লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।