নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫

বন্দরে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৪, ২১ এপ্রিল ২০২৫

বন্দরে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে  ১ হাজার ৯২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মনির সরদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ধৃত মাদক ব্যবসায়ী মনির সরদার সুদূর শরিয়তপুর জেলার পালং মডেল থানার ডুমসার (বেঁধেপাড়া) এলাকার মৃত জামান সরদারের ছেলে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবাল অহমেদ দীপু বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ২৫(৪)২৫।

ধৃত মাদক কারবারিকে উল্লেখিত মামলায় সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত রোববার (২০ এপ্রিল) রাত ১টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ  রাফি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বলেশ্বর পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-৯৯৪২ নাম্বার বাসে তল্লাশী চালিয়ে  উক্ত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মনির সরদার দীর্ঘ দিন ধরে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ###

সম্পর্কিত বিষয়: