
ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপগঞ্জ থানার ২০২৫-২৬ সালের কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
রবিবার (২০ এপ্রিল) রূপগঞ্জ গাউছিয়া মার্কেটের তৃতীয় তলায় বিকাল তিনটায় শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর কবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের হোসেন।
মুফতি এমদাদুল্লাহ হাশেমীকে সভাপতি, মুফতি শিব্বির আহমেদকে সিনিয়র সহ-সভাপতি ও মাকসুদুল হাসানকে সেক্রেটারি করে ৩৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতিঃ মুফতী শিব্বির আহমাদ সহ-সভাপতিঃ কাজী শফিকুল ইসলাম ,সহ-সভাপতিঃ জনাব শফিকুল ইসলাম খোকন,জয়েন্টসেক্রেটারীঃ মাওলানা আঃ সাত্তার ,এ্যাসিস্টেন্ট সেক্রেটারীঃ মুহাম্মাদ সোলাইমান মোল্লা, সাংগঠনিক সম্পদকঃ মুফতী ইয়াসিন মাদানী, প্রচার ও দাওয়াহ সম্পাদকঃ মাওলানা আবুল হাসানাত জালালী,দপ্তর সম্পাদকঃ মাষ্টার মুহাম্মদ আজিজুল হক,অর্থ ও প্রকাশনা সম্পাদকঃ মুহাম্মাদ আরিফ মীর।
কমিটিতে আরো ছিলেন প্রশিক্ষন সম্পাদকঃ মাওলানা নুরুল আমিন,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদকঃ মুহাম্মাদ মেহেদী হাসান,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকঃ- মুহাম্মাদ আতাউর রহমান,সংখ্যালঘু বিষয়ক সম্পাদকঃ- মুহাম্মাদ রাশিদুল ইসলাম ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদকঃ- মুহাম্মাদ শরীফ ভুইয়া,
সাস্হ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ- ওমর ফারুক গাজী,সহ- সাংগঠনিক সম্পাদকঃ হাফেজ কাউসার,সহ প্রচার সম্পাদকঃ মুহাম্মাদ হাবিবুর রহমান, সহ দপ্তর সম্পাদকঃ ডক্টর ফজলুল হক,সহ অর্থ ও কল্যানঃ মুহাম্মাদ আরিফ ভুইয়া,সহ প্রশিক্ষন সম্পাদকঃ-হাফেজ মাসুদ,
সদস্যঃ-হাজী হোসেন আলী,সদস্যঃ-মওলানা মনিরুজ্জামান ,সদস্যঃ- হাজী ফজলুল হক,সদস্যঃ- হাজী বিল্লাল হোসেন,সদস্যঃ- আবুল হাশেম,সদস্যঃ- মুহাম্মাদ সাদিকুর রহমান,সদস্যঃ- হাজী সানাউল্লাহ, সদস্যঃ- হাসান আলী মুন্সী,