নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে কৃষকলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪১, ২০ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে কৃষকলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

আড়াইহাজারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল করেছে কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই মিছিল করেন আড়াইহাজার কৃষক লীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক লীগ নেতা হান্নান মিয়া ও রুবেল হোসেন।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ১০-১৫ জন লোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন কৃষক লীগের জন্মদিন’ স্লোগান দিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষকলীগের ৫৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যানারে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। হাবিবুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।
 

সম্পর্কিত বিষয়: