নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫

ফতুল্লায় স্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ   

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৩, ২০ এপ্রিল ২০২৫

ফতুল্লায় স্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ   

ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে ট্রাক স্ট্যান্ড নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসি।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

মানববন্ধনে এলাকাবাসি জানান, গত বেশ কিছুদিন ধরে ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে আবাসিক ও শিল্প এলাকার সামনে ট্রাক স্ট্যান্ড নির্মানের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে ট্রাক স্ট্যান্ড করা হলে বহিরাগতদের আড্ডা ও মাদকের আখড়া গড়ে উঠবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। 

এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার শ্রমিক ও এলাকাবাসি সহ অন্তত দশ হাজার মানুষের চলাচলে বিঘ্ন ঘটবে এবং সবার জীবনযাত্রা বিপন্ন হবে বলে অভিযোগ তাদের। তাই এই স্থানে ট্রাক স্ট্যান্ড না করতে জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তারা। 

অনতিবলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ শেষে এলাকাবাসি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন। 

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, শহরের যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ ছোট বড় বিভিন্ন আকারের যানবাহন পার্কিংয়ের জন্য চারটি স্ট্যান্ড নির্মান কাজ করছে।

তবে এলাকাবাসির দাবির বিষয়গুলো প্রাধান্য দেয়া হবে। যাতে মাদকের আড্ডা বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে।