
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ “জেলা ও থানা দায়িত্বশীল প্রশিক্ষন কর্মশালা - ২০২৫ " অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান-এর সঞ্চালনায় শিবু মার্কেটস্থ আই.জে.এ.বি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক তারবিয়াত প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ।
প্রধান আলোচক তার আলোচনায় বলেন, দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের জন্য তারবিয়াতের বিকল্প নেই। যথাযথভাবে দায়িত্ব পালন না করা হলে সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা থাকে।
সেই জায়গা থেকে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের মাঝে যোগ্যতা, দক্ষতা ও নৈতিকতার পূর্ণ সমন্বয় ঘটাতে চায়। রাষ্ট্র ও সমাজকে দূর্নীতির করাল গ্রাস থেকে রক্ষা করতে যোগ্য ও নৈতিকতাসম্পন্ন দায়িত্বশীল তৈরি করা প্রয়োজন।
আর যোগ্য ব্যক্তিত্ব তৈরির মাধ্যমে যোগ্য নেতৃত্বের চাহিদা পূরণ সম্ভব। যথাযথ জ্ঞানার্জন ব্যতিত যোগ্য নেতৃত্ব আদৌ কল্পনা করা যায় না। এজন্যই ইসলামী রাষ্ট্রের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জ্ঞানার্জনের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে। জ্ঞানার্জন ও চরিত্র গঠনের মাধ্যমে সমাজব্যবস্থার নেতৃত্ব ঢেলে সাজানোই হবে আমাদের এ কর্মসূচির সফল প্রাপ্তি।
সভাপতি তার উদ্বোধনী আলোচনায় বলেন, জ্ঞানার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। আল্লাহ তা’আলা বলেন “বস্তুত আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলমসম্পন্ন লোকেরাই তাঁকে বেশি ভয় করে” - (সূরা ফাতির)
শুধু জ্ঞানার্জনই যথেষ্ট নয়,জ্ঞান যথাযথভাবে কার্যকর করার জন্য এই প্রশিক্ষণ। যেকোন বিজয় বা সফলতার জন্য দরকার একদল আদর্শ, যোগ্য কর্মীবাহিনী। সমাজ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে সার্বিকভাবে গড়ে তোলাই হবে একজন কর্মীর প্রধান কাজ।
প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা.মুহাম্মাদ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জোবায়ের হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক সহ আরো অনেকে।