
সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড পাইনাদী এলাকায় ছনক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের উপর একটি প্লাস ছিল। স্বজনদের দাবি তাকে কেউ হত্যা করে লাশ ফেলে গেছে।
নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকাস্থ সাদেকের বাড়ীর মৃত আ: সালাম তালুকদারের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের বড়ভাই আ: রব জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে আসর নামাজের সময় খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়ে গিয়ে রাতে আর ফিরে আসেনি।
সকালে লোক মারফত জানতে পারি আমার ভাই রহিমের মরদেহ কালুহাজী রোড এলাকাস্থ পাটনদী ছনক্ষেতে পরে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা, আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাতে ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকান্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।