
বন্দরে ৯৭ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. আমির, মো. আকবর হোসেন, মো. জিয়ান, মো. আরিফ, হানিফ হোসেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৩টায় র্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই ফেনসিডিলসহ তাদের আটক করে।
র্যাব-১১ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।