
সিদ্ধিরগঞ্জে খুশি-ফিরোজ মানবিক স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অুনষ্ঠিত হয়েছে।
ইঞ্জিনিয়ার ফিরোজ দ্যা নিউ নেশন প্রত্রিকার বার্তা সম্পাদক ফররুখ খসরু ও নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওনের বাবা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাঁর রূহের মাগফিরাত কামনা করে খুশি ফিরোজ মানবিক স্কুল প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আর. কে শাব্বির আহমেদ।
এতে খুশি ফিরোজ মানবিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক দিনকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, দৈনিক কালবেলার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আব্দুল কাউয়ুম, এশিয়ার এইজ প্রত্রিকার জেলা প্রতিনিধি আল আমিন, নারায়ণগঞ্জ টাইমস এর স্টাফ রিপোর্টার রনিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ এপ্রিল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ফিরোজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৩।