নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ এপ্রিল ২০২৫

ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে লিংকরোডে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৫, ১৬ এপ্রিল ২০২৫

ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে লিংকরোডে মানববন্ধন

নারায়ণগঞ্জে অভিশপ্ত ট্রাক স্ট্যান্ড নির্মাণের নামে আন্তজার্তিক স্টেডিয়ামের সৌন্দর্য্য বিনষ্ট, এলাকার যানজট সৃষ্টি, শব্দদূষন ও বায়ুদূষন সৃষ্টির পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন শিবু মার্কেট লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের জীবনের উপর করাত চালিয়ে ট্রাকস্ট্যান্ড নির্মাণ করতে দেয়া হবে না।

এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম,পরিবেশ অধিদপ্তরের কার্যালয় রয়েছে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে  অথচ এইখামে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে কার ইশারায় কার শেল্টারে। তারা আরো বলেন,কোন আবাসিক এলাকায় কিংবা স্টেডিয়ামের সামনে ট্রাকস্ট্যান্ড করা সম্পূর্ণরূপে অযৌক্তিক।

যে কোন মূল্যে ট্রাকস্ট্যান্ড নির্মাণ কাজ প্রতিহত করবো। লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসীর সুস্থ জীবন যাপনের স্বার্থে ট্রাকস্ট্যান্ডটি না করতে দেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে সস্তাপুর ও লামাপাড়া এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে  ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে  প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।