
বন্দরে দুর্বৃত্তরা রনী (৩২) নামে চিহ্নিত এক সন্ত্রাসী ও মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত রনী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।
রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কে এলাহি পল্লী মোড়ে এ ঘটনাটি ঘটে।
পথচারীরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে লাশের সুরুতহাল রির্পোট তৈরি পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, নিহত রনী একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদক মামলাসহ সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলসহ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।