
সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ডুবে সাইফুল ইসলাম আলিফ (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (পাওয়ার হাউস) এর সামনে ডিএনডি লেক থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শিক্ষার্থী সাইফুল সিদ্ধিরগঞ্জের আদমজী গ্যাসলাইন এলাকার সুমন মিয়ার ছেলে।
জানা গেছে, সকাল ১০ থেকে ১১ টার মধ্যে যে কোনো সময় সাইফুল তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। পরবর্তীতে বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আধাঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, সকালে গোসলে নেমে পানিতে তলিয়ে গেলেও ফায়ার সার্ভিসকে দেরিতে জানানো হয়েছিল। পরে তাদের আধাঘন্টার চেষ্টায় বাচ্চার মৃতদের উদ্ধার করা হয়।