নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫

স্বাধীনতা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:১২, ২৭ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ  থানা পশ্চিম জামায়াতে ইসলামী'র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম।

তার বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এর সুফল ভোগ করতে পারিনি। এর মূল কারন ন্যায় ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র গঠন এখনো হয়নি। বিগত আমল গুলোতে সঠিক নেতৃত্বের অভাবে এদেশের মানুষ কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

আমরা আশা করবো ন্যায় ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে বাংলাদেশ আগামী দিনে সঠিক নেতৃত্বে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিনত হবে।

উক্ত আলোচনা সভায় সভাপতি সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার নায়েবে আমীর হুমায়ুন রফিক'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। উক্ত অনুষ্ঠানে হাবিবুর রহমান'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন এনায়েত উল্লাহ,মোস্তফা কামাল,জহুর আলম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ প্রমূখ।