নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫

এতিম মাদরাসা শিক্ষার্থীরা পেল র‌্যাবের ইফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:১৪, ২৭ মার্চ ২০২৫

এতিম মাদরাসা শিক্ষার্থীরা পেল র‌্যাবের ইফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ষাট জন এতিম মাদরাসা শিক্ষার্থীকে ইফতার সামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বুধবার বিকেলে মিজমিজি কবরস্থান হাফিজুল উলুম কওমিয়া মাদরাসার এতিম ছাত্রদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন র‌্যাব-১১'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১১’র উপ-অধিনায়ক মো. ইশতিয়াক হোসেন, অপস অফিসার জিয়াউল হক প্রমূখ।

এর আগে র‌্যাব-১১’র অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন মাদরাসাটির এতিম শিশুদের বিষয়ে শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করেন এবং সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে শিক্ষার্থীদেরকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে শিক্ষা অর্জনের দিকনির্দেশনা দিয়ে সকলের উদ্দেশ্যে দোয়া কামনা করেন।