নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ মার্চ ২০২৫

বন্দরে ভোক্তা অধিকারের অভিযানে ২ ফার্মেসীকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৫, ২৪ মার্চ ২০২৫

বন্দরে ভোক্তা অধিকারের অভিযানে ২ ফার্মেসীকে জরিমানা

বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫১ ধারা লংঘনে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বন্দর মদনপুর এলাকায় পরিচালনা করে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।

এসময় মদনপুর এলাকার মেডিকেয়ার ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ফ্রিজিং   অবস্থায় সংরক্ষণ করায় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসী তে রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও  সৈকত ফার্মেসীতে ঔষধের মূল্য টেম্পারিং এবং এক্সপায়ার্ড ইনসুলিন সহ অন্যান্য ঔষধ ফ্রিজিং রাখার জন্যে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক  জানান, এ অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ। ভোক্তাদের সঠিক মূল্যে পণ্য কিনতে সহযোগিতা করা, কেউ যেন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চলবে।

এই সময় সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সুমন খন্দকার।