নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৮ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে শিশু সন্তানের হাত-পা ভেঙে পালালেন পাষন্ড মা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৯, ১৭ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে শিশু সন্তানের হাত-পা ভেঙে পালালেন পাষন্ড মা

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে আট মাসের শিশু সন্তানের দুই হাত ও একটি পা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাষন্ড মায়ের বিরুদ্ধে। রোববার (১৬ মার্চ) বিকেলে শিশুর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে পাঁচ বছর আগে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরিয়ার বিয়ে হয়।

সংসার জীবনে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামের দুটি  ছেলে সন্তান রয়েছে। গত ১৩ মার্চ আট মাসের সন্তান সিজান আহমেদের দুটি হাত ও বাম পা ভেঙে বাবার বাড়ি পালিয়ে যায়।

শিশুটির বাবা আশরাফুল বলেন, ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে একটু তর্ক বিতর্ক হলেই আমাকে মারতে দা-বঁটি নিয়ে কয়েকবার আক্রমণ করে এবং তার মাকেও মারধর করে।

দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলি না। এখন   দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মরেও ফলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

 তিনি আরও বলেন, রাতের বেলা প্রায়ই আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরে আসত। ছেলেদের সঙ্গে প্রায়ই কথা বলত। এ নিয়ে অনেকবার তাকে সাবধান করা হয়েছিল। অসহ্য যন্ত্রণার কারণে সে দিনরাত ঘুমাতে পারছে না। আমার সন্তান আমাকে ছাড়া কারো কাছেই থাকছে না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, মেয়েটির আচরণ খুবই খারাপ। স্বামী ও শাশুড়ির সঙ্গে প্রতিদিনই ঝগড়া করে কিন্তু  ােট্ট সন্তানের হাত-পা ভেঙে সে মা জাতিকে কলঙ্কিত করেছে। বাচ্চার কান্নায় আমাদের চোখে এমনিতে কান্না চলে আসে।

এ বিষয়ে অভিযুক্ত মা পালিয়ে অন্যত্র চলে যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ বিষয়ে শিশুটির বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।