
বন্দরের ৪৪নং আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির চারি পাশ ময়লা আবর্জনার স্তুপে পরিনত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দরের বক্তারকান্দি এলাকায় ৪৪নং আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির চার পাশেই ময়লার স্তুপ।
সেই সাথে বালু ব্যবসায়ীদের বালু বাহী ট্রাক যাতায়তের ফলে ধুলাবালিতে স্কুলের শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে।
এ বিদ্যালয়ে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শিক্ষা গ্রহণ করছে। শুধু তাই নয়, স্কুলের পাশের সরকারি হালট সিটি করপোরেশনের পুকুর ভরাট করে দখল করে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, আকিজ কোম্পানী সরকারি হালট ও সিটি করপোরেশনের জলাশয় দখল ও ভরাট করে স্থানীয়দের পানি ব্যবহারের উৎস বন্ধ করে দিয়েছে।
যা নিয়ে এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এদিকে আকিজের পাশাপাশি ব্যক্তিরাও দেয়াল দিয়ে সরকারি হালট দখর করে নিতে দেখা যায়। অপরদিকে স্কুলের প্রধান গেইট বন্ধ করে দিয়ে গলিতে গেইট খুলে শিক্ষার্থীদের যাতায়তের রাস্তা রাখা হয়। সে রাস্তার পাশে বিদ্যুৎ ঝুঁকি রয়েছে।
চরম ঝুঁকির মধ্যে ৪৪নং আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে নেই খেরার মাঠ যতটুকু মাঠ রয়েছে তাও আবার মাঠের মধ্যে টয়লেট নির্মাণ করে দখল করায় শিক্ষার্থীরা খেরাধুলা থেকেও বঞ্চিত।
তবে স্বাস্থ্য ঝুঁিকেতে স্কুলের মোকলমতি শিক্ষার্থীরা। স্থানীয়রা দ্রুত এর প্রতিকার চান। এ ব্যপারে ২৪নং ওয়ার্ড সচিবকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।