
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলেম-ওলামাদের সংগঠন ইত্তেহাদুল উম্মার গোলাকান্দাইল ইউনিয়ন সহ সভাপতি মাওলানা জামাল উদ্দিনের উপর ৫ মার্চ সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইত্তেহাদুল উম্মাহর রূপগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১২ মার্চ ) দুপুরে উপজেলার হোরগাও এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় রূপগঞ্জসহ আশপাশের অঞ্চল থেকে বিভিন্ন আলেম উলামার পাশাপাশি বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ থানায় সভাপতি মুফতি এমদাদুল্লাহ হাশেমী,সহ সভাপতি মাওঃ তান ঈম মাদীনা,সাধারন সম্পাদক মুফতি নুরুল হক ডহরি,মাওলানা মাহবুব গাজী,মুফতি ইয়ার মোহাম্মদ,মুফতি ইয়াসীন মাদানী,মাওলানা মাহবুব জালালাবাদি,মাওলানা মোবারক,এলাকার মোরব্বী মোহা বাবুল,ডা: এনামুল হক ভূঁইয়া, মাস্টার রফিকুল ইসলাম ভূঁইয়া,হাফেজ কাওসার আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, এ হামলায় নেতৃত্বদানকারী আব্দুল মান্নানের ছেলে বুলু,নয়নের ছেলে সিয়াম, মোকসেদ,আক্তার মিয়ার ছেলে তরিকুলসহ অজ্ঞাতদের অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য যা যা করার প্রয়োজন আমরা সবকিছু করতে রাজি আছি।
যে বা যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এই হামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্ব পরিকল্পিত। সুতরাং, প্রসাশনকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।