
বন্দরে রাস্তা থেকে ডেকে নিয়ে ২০ বছরের এক যুবককে জোর পূর্বক বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়েরের হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে লম্পট সাঈদকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি।
যার মামলা নং- ১৭(৩)২৫ ধারা- ৩৭৭ পেনাল কোড ১৮৬০। এর আগে গত শনিবার (৮ মার্চ) রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ পল্লী বিদ্যুৎ রোডস্থ লম্পটের বসত ঘরে এ ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদিনী মেঝু ছেলে সরল প্রকৃতির যুবক। গত শনিবার রাতে বাদিনী (২০) বছরের যুবক ছেলে তাদের ভাড়াটিয়া বাড়ি সামনে রাস্তায় দাড়িয়ে ছিল। ওই সময় একই এলাকার মঞ্জুর মহজনের লম্পট ছেলে সাঈদ রাস্তায় দাড়ানো থাকা বাদিনী ছেলেকে ডেকে তার বাসায় নিয়ে যায়।
ওই সময় লম্পট সাঈদ উক্ত যুবকের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক যৌনসঙ্গম করে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে ভিকটিম বিষয়টি তার পরিবারকে খুলে বললে এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়েরের করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।