
সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান হাবু (৪২) নামে মূল অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল। সোমবার (১০ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যা ব জানিয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ ব্যাটেলিয়ানের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রাউৎগাঁও এলাকার আতশ আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, ভুক্তভোগি তরুণী প্রতিবন্ধী হলেও তিনি কথাবার্তা বলতে পারেন এবং নিজে চলাফেরা করতেও অভ্যস্ত। প্রতিদিনের মতো তিনি গত ২২ ফেব্রুয়ারি দুপুরে পেচাইন গ্রাম থেকে নিজ বাড়ি রাউৎগাঁও যাওয়ার পথে অভিযুক্ত আসামি হাবিবুর রহমান হাবু তাকে কৌশলে নিজের বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হলে বলে ভুক্তভোগি তরুণীকে হাবু হুমকিও দেয়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করলে আসামিকে গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি তদন্ত ও অভিযান শুরু করে র্যা ব ।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হাবুর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।