নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

বিএনপি নেতা হিরণের ভাই রতন আর নেই, বিএনপির শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৭, ৯ মার্চ ২০২৫

বিএনপি নেতা হিরণের ভাই রতন আর নেই, বিএনপির শোক

 বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণের বড় ভাই রফিকুল ইসলাম ভূঁইয়া রতন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন। 

এক শোক বার্তায় বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন মরহুমের মৃত্যুতে বন্দর উপজেলা বিএনপির বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দোয়া করি আল্লাহ যেন তার জীবনের সকল ভুলত্রুটি ও গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।

উল্লেখ্য - রবিবার ( ৯ মার্চ) সকালে মদনপুর ইউনিয়নের দেওয়ান ভাগের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।