নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

পুরিন্দায় পুস্প সোস্যাল ফাউন্ডেশনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৪২, ৯ মার্চ ২০২৫

পুরিন্দায় পুস্প সোস্যাল ফাউন্ডেশনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারের পুরিন্দায় পুস্প সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সদস্যের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবারে দুপুরে উপজেলার পুরিন্দা এলাকার ইসলাম প্লাজায় সোস্যাল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক  হাসান ইমন ভূইয়া।

উপস্থিত ছিলেন- সাতগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. আসাদ মিয়া, পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের পরিচালক মোসা. সালমা আক্তার, পাঁচবাড়িয়া এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক মো. মজিবুর রহমান সহ আরো অনেকে। 

পরে পুস্প সোস্যাল বিজনেসের উদ্যোগে সদস্য ও এলাকাবাসীর সমন্বয়ে ছনপাড়া (ইপিজেট গেইট সংলগ্ন) কিং ফিসার রেস্টুরেন্টে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নারী ও গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, পুস্প সোস্যাল বিজনেসের নির্বাহী পরিচালক খাদেমুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আল আমিন ভূইয়া, হাসান ইমন, কায়ছার হামিদ আলমগীর, শরীফ হোসেন স্বপন, ফরহাদ, নুরুল আমিন, সাদ্দাম হোসেন, রিপন মোল্লা ও সালমা আক্তার প্রমুখ।