নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে ২টি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:০৯, ৯ মার্চ ২০২৫

রূপগঞ্জে ২টি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় ২টি বিদেশী  পিস্তল, ২টি  ম্যাগাজিন ও  ৮ রাউন্ড গুলিসহ আমির হামজা (২০) ও মো. হামিম (২৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

শনিবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের  মাহমুদাবাদ স্কুল এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির হামজা উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাম্মনগাঁও এলাকার আনোয়ার হোসেন ও মো. হামিম একই এলাকার  মৃত হজরত আলী ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে বলে উল্লেখ করে জানান, অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।