নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৮, ৩ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন জব্দ

সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ৮০৫ কেজি পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন সরবারহের কাজে ব্যবহৃত একটি মিনি মিনি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-২৩-১৮২৪) জব্দসহ এর  চালক মো. ফারুক (২৮) ও সহযোগী মো. রফিক মিয়াকে আটক করে পুলিশ।

রবিবার (২ মার্চ) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন আলামিন গার্মেন্টসের সামনে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় ওই কাভার্ডভ্যানে বোঝাইকৃত পরিবেশ দূষণকারী নিষিদ্ধ ওই পলিথিন বোঝাই জব্দ করা হয়।

আটককৃত মো. ফারুক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের মো. মনির হোসেন খানের ছেলে। সহযোগী মো. রফিক মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাগিরপাড়া এলাকার মো. আবদুর রহিমের ছেলে।

জব্দকৃত গাড়িতে ২ হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯২ হাজার ৭শ’ টাকা।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।