নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে রূপগঞ্জে শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে রূপগঞ্জে শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থী ও শিক্ষকেরা।

দুপুরে উপজেলার কাঞ্চনের গ্রীণ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের সামনে এ মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল করা হয়। 

এ সময় তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে । জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। কিন্তু কয়েক দিন ধরে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনা  বেড়ে গিয়েছে। 
গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে। জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানান। 
এমনকি  স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এগুলো সমাধান করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করার আহ্বান জানান তারা।