নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ এপ্রিল ২০২৫

আদমজী ইপিজেডে ঝুটের গোডাউন অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আদমজী ইপিজেডে ঝুটের গোডাউন অগ্নিকাণ্ড

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ইউ.এইচ.এম লিমিটেড ( উর্মী গ্রুপ) নামক গার্মেন্টস এর একটি কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে  ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।  তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হলে আদমজী ফায়ার সার্ভিসকে ফোন করে আনেন। পরে উভয়ের প্রচেষ্টায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, আমরা আগুন ধরার খবর শুনে সাথে সাথে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের দুটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।