নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদের স্মরণ করল বন্দর উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২২, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদের স্মরণ করল বন্দর উপজেলা প্রশাসন

বিনম্র শ্রদ্ধা মধ্য দিয়ে যথা যোগ্য মর্যাদায় ভাষা শহীদের গভীর  শ্রদ্ধাভরে স্মরণ করেছে বন্দর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

একুশে'র প্রথম প্রহর  রাত ১২টা ১ মিনিটে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্য দিয়ে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বন্দর উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা পরিষদের সহকারি ভূমি কর্মকর্তা রহিমা আক্তার ইতি এবঙ বন্দর  থানা অফিসার ইনর্চাজ মোঃ তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে প্রথম পুষ্প অর্পন করে।

পরে বন্দর উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধাগন, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, বন্দর প্রেসক্লাব, বন্দর ফায়ার সার্ভিস, বন্দর থানা আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন। 

সম্পর্কিত বিষয়: