নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কমিটিকে বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কমিটিকে বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আওতাধীন নব গঠিত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া বটতলা এলাকায় সিদ্ধিরগঞ্জের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের কাঙখিত প্রত্যাশা পূরণ হওয়ায় দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। 

এসময় উপস্থিত ছিলেন, নব গঠিত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, নূরুল ইসলাম, আব্দুল্লাহ আল হোসেন (সুহিন), লুৎফর রহমান রাসেল, মো: আশরাফুল ইসলাম, মো: শহিদুল্লাহ প্রধান সেলিম, মো: মনোয়ার বিন রশিদ (কর্ণেল অব.), সদস্য সচিব মো: রেদোয়ান হোসেন পাপ্পু, সদস্য রবিউল ইসলাম বাবু (দপ্তরের দায়িত্বে), মো: আল আমিন, জাহিদুল ইসলাম ইকবাল, আল আমিন শেখ, মো: ইব্রাহিম খলিল, মো: মিজান, মো: ইউসুফ মোল্লা স্বপন, খাজা মহিউদ্দিন হীরা, মো: মিরাজ, মো: মনির হোসেন, মো: রিয়াজ উদ্দিন, মো: জাহিদুল ইসলাম রনি, সোহাগ মিয়া, মো: সফিকুল ইসলাম প্রিন্স, মো: সুমন মিয়া, মো: নূরুল ইসলাম খান, মো: রাজু আহম্মেদ, মো: আল আমিন জমাদ্দার, ইঞ্জি. রাসেল পাটোয়ারী ও মো: শাহ আলম।

উল্লেখ্য, এরআগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে মো: রিপন সরকারকে আহ্বায়ক ও মো: রেদোয়ান হোসেন পাপ্পুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।