
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, আসামিদের বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে আসামিদের বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃতরা হলো- রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগ কর্মী বাসেদ মিয়া (৪২), রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলীম সরকার (৫৮), দাউদপুর ইউনয়ন ছাত্রলীগের কর্মী আসিফ দেওয়ান (২১), রূপগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী জাকির হোসেন (৪৩), রূপগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা মো. সৈকত মিয়া(২৪)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে রূপগঞ্জ থানা এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।