
নারায়ণগঞের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আড়াইহাজার যুবলীগের সহসভাপতি ও বাঞ্ছারামপুর বিএনপির চার নেতাসহ ১৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। এদের মধ্যে মাদক সেবন অবস্থায় বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং যুবলীগ নেতাকে আড়াইহাজার সদর থেকে এবং অপর ৯ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে যৌথবাহিনী।
গ্রেফতারকৃতরা হলো, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, আড়াইহাজারের যুবলীগের সহসভাপতি মো. হারুণ অর রশিদ, আড়াইহাজার উপজেলার বাগাদী কান্দাপাড়া এলাকার মো.খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সোনাকান্দা এলাকার আল আমিন জুয়েল রানা, মো. আবু মুছা, রাসেল। আটককৃতদের মধ্যে যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদ আড়াইহাজার থানার মামলা নং ১২(৮) ২৪ মূলে গ্রেফতার কৃত আসামী। বাঞ্ছারামপুর বিএনপির চার নেতা সহ ৬ জনকে ৩৪ ধারা মূলে গ্রেফতার দেখানো হয়েছে। বাকী ৬ জনকে ফৌঃ কাঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। তাদেরকে বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।