
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদের গন-সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল সহকারে অংশগ্রহন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলস্ সংলগ্ন বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় দেখা যায় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগানে-শ্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে নারী-পুরুষ উভয়ে গন-সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একপর্যায়ে বিভিন্ন নেতাকর্মীদের মিছিলের অংশগ্রহনে বিশাল গন-সংবর্ধনা অনুষ্ঠাটি জনসমাবেশে পরিনত হয়।