![শীতলক্ষ্যায় মিললো অজ্ঞাত যুবকের লাশ শীতলক্ষ্যায় মিললো অজ্ঞাত যুবকের লাশ](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/Untitled-18-copy-2502052310.jpg)
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জ সদর নৌ থানাধীন হাজিগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে সুতি শার্ট এবং সুতি প্যান্ট ছিল।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ একেএম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি এবং লাশের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।
আমরা লাশটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) পাঠিয়েছি। পাশাপাশি লাশের পরিচয় শনাক্তে সিআইডির চৌকস টিমকেও বিষয়টি জানানো হয়েছে।