![রূপগঞ্জে ধাওয়া খেয়ে ৫টি মোটরসাইকেল ও অস্ত্র ফেলে পালালো ডাকাতদল রূপগঞ্জে ধাওয়া খেয়ে ৫টি মোটরসাইকেল ও অস্ত্র ফেলে পালালো ডাকাতদল](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/InShot_20250205_143812348-2502051439.jpg)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর ধাওয়া খেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫টি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায়।
গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন জানান, কয়েক মাস ধরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় মাদক কেনাবেচা থেকে শুরু করে ডাকাতি ও ছিনতাই ব্যাপকহারে বৃদ্ধি পায়। সন্ধ্যা হলেই এলাকায় মাদক কারবারী ও আসক্তদের আনাগোনা বেড়ে যায়। রাত গভীর হলেই এলাকায় ডাকাত আতংক দেখা দেয়। প্রায় রাতেই সড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিয়েও অপরাধ প্রবণতা রোধ করতে পারছে না।
মঙ্গলবার রাত ১১টার দিকে একদল ডাকাত ৫টি মোটরসাইকেল যোগে এসে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এলাকাবাসী টের পেয়ে স্থাণীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও করে ফেললে ডাকাত সদস্যরা ছোরা, রামদা, লোহার রড, তালা কাটার ও ৫টি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিজানুর রহমান জানান, বেশ কিছু দিন ধরে একটি চক্র এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে। একাধিকবার হানা দিয়ে পুলিশ ওই চক্রটিকে ধরতে পারছে না।
খবর পেয়ে মঙ্গলবার রাতে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় কিছু অস্ত্র ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।