নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রেপ্তার  

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে সাদ্দাম হোসেন নামে এক ডাকাতকে গ্রেপ্তার কার হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ২০ মামলা রয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুওে গ্রেপ্তারকৃত ডাকাত সাদ্দামকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

এরআগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আটককৃত যুবক হলেন হাবিবপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনসহ বিভিন্ন বাসা বাড়িতে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ডাকাতি সংঘটিত হয়ে আসছে।