নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করায় রবিবার (২ ফেব্রুয়ারি) রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় আনন্দ মিছিল বের করে মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা এনামুল হক, এ.কে বাবু, আবু তালেব, শাকিল আহমেদ, রোমান মিয়া, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
মিছিলটি উপজেলার মঠেরঘাট থেকে উপজেলা চত্বর হয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সভা করে।
সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে দু:সময়ের কান্ডারী বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক করা হয়েছে। এতে জেলা বিএনপি আরো বেশি শক্তিশালী হবে।
তাছাড়া রূপগঞ্জ বিএনপি ও দলের নেতাকর্মীদের গত ১৬ বছর দিপু ভুঁইয়া দেখবাল করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নামে অর্ধ শতাধিক মামলা দেয়া হয়।
তারপরও তিনি দলের নেতাকর্মীদের পাশে থেকে বিএনপিকে শক্তিশালী করে কাজ করেছেন। এছাড়াও রূপগঞ্জের কাঞ্চন, দাউদপুর, ভুলতা, গোলাকান্দাইল, তারাবো, কায়েতপাড়া এরাকায় দলের নেতাকর্মীরা পৃথকভাবে আনন্দ মিছিলের আয়োজন করে।
উল্লেখ্য, রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৫ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- আহ্বায়ক মো. মামুন মাহমুদ, যুগ্ন আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহম্মেদ টুটুল ও সদস্য মো. গিয়াস উদ্দিন।