
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত হোসেন ভূঁইয়ার উদ্যোগে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ।
গতকাল রাতে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড়, চিটাগাংরোডে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শাহাদাত হোসেন ভূঁইয়া।
এসময়ে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে সুন্দর করে দেশ পরিচালনা করতে পারে তিনি সকলের কাছে দোয়া চান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি সিফাতুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুহী, হাবিবুর রহমান হাবিব,সদস্য মনির, ইব্রাহীম সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা জোবায়ের, রায়হান, আকাশ, বন্দর উপজেলা ছাত্রদল নেতা মামুন, ইফাত,মুন্না, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনাস, অভি, ইমরান, রৌশন, অনুসহ প্রমুখ।