নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

বন্দরে বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা ভাংচুর, লুটপাট : আহত ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৯, ২৫ জানুয়ারি ২০২৫

বন্দরে বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা ভাংচুর, লুটপাট : আহত ১

বন্দরে বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার ২শ’ ৬০ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে  নব্য  সন্ত্রাসী সাগর জমাদ্দারসহ তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে । 

ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে উল্লেখিত কাউন্টারের পরিচালক সানজিদা সিকদার পান্না (৫০) মারাত্মক ভাবে জখম হয়। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত বাস কাউন্টার পরিচালক সানজিদা সিকদার পান্না প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন বিকেলে হামলাকারি সন্ত্রাসী সাগর জমাদ্দারের নাম উল্লেখ্য করে ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর নয়াপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী সিকদারের মেয়ে সানজিদা সিকদার পান্না  দীর্ঘ দিন ধরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে   বিআরটিসি কাউন্টার পরিচালনা করে আসছি।

শনিবার দুপুরে কাউন্টার পরিচালক সানজিদা সিকদার উক্ত কাউন্টারে ডিউটি করা কালিন সময়ে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকার  নব্য সন্ত্রাসী সাগর জমাদ্দারসহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী উল্লেখিত কাউন্টারে অতর্কিত হামলা চালায়।

ওই সময় হামলাকারিরা ব্যাপক ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার ২শ’ ৬০টাকা ছিনিয়ে নেয়। ওই সময় কাউন্টার পরিচালক সানজিদা সিকদার হামলাকারি সন্ত্রাসী সাগর জমাদ্দার ক্ষিপ্ত হয়ে বেদম মারধর করে নিলাফুলা জখম করে।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।