নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ এপ্রিল ২০২৫

 সোনারগাঁও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১১, ১৫ জানুয়ারি ২০২৫

 সোনারগাঁও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গাজী আমজাদ হোসেন শ্রীরামপুর গ্রামের গাজী ছলিমউদ্দিনের ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে আমজাদ সোনারগাঁ পৌরসভা আ:লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁ পৌরসভার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মৃত্যু হলে যুগ্ম সম্পাদক গাজী আমাজাদ হোসেন স্থলাবিষিক্ত হন। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় তার নাম থাকায় আত্মগোপনে ছিল।

ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনার মামলা হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।