নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

বন্দরের পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৮, ১৩ জানুয়ারি ২০২৫

বন্দরের পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

বন্দরে অন্যের জমি জবর দখলের জন্য পুকুরের বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে ।

গত রোববার (১২ জানুয়ারি)  বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। মৎস্য খামারি অভিযোগ বন্দরের মিনারবাড়ি লম্বাদরদী এলাকায় স্থানীয় সেলিম মিয়া সহ কয়েক জনের ক্রয়কৃত জমি ও পুকুর স্থানীয় শাহরিয়া, আশরাফুল,আওলাদ, আফজাল ও সালে আহাম্মদ গং জমিতে থাকা সাইনবোর্ড গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যায়।

এ জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও স্থানীয় ভ’মিদস্যুরা জমি ও পুকুর দখলের জন্য সাইনবোড় কেটে নেয়া ও পুকুর বিষ ঢেলে মাছ নিধণ করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে থানায় অভিযোগ রয়েছে। এ ব্যপারে সেলিম মিয়া জানান, ভ’মিদস্যু চক্র ৫০/৬০ জনের একটি দল চর দখরের মত পুকুর পাড়ের সাইনবোর্ডটি পিলারসহ গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। 
 

সম্পর্কিত বিষয়: