নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৮, ১১ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ টু জেড হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার  (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় প্রসুতির ভাই মো. আসলাম হোসেন বাদী হয়ে হাসপাতালের ম্যানেজার ও ৭/৮ জনের বিরুদ্ধে আড়াই হাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। 

মো. আসলাম হোসেন (৩০) জানান, আমার বোন রুজিনা (২০) কে এ টু জেড হাসপাতালে গত শুক্রবার দিবাগত রাতে সন্তান প্রসব করার জন্য ভর্তি করাই। ওই সময় ডিউটি ডাক্তার বিশেষজ্ঞ সাইফুল ইসলাম আমার বোনকে চেক-আপ করে সন্তান ও মা উভয়ই সুস্থ্য আছে বলে জানান। 

রাত অনুমান আড়াইটার দিকে হাসপাতালের অজ্ঞাতনামা ৪/৫ জন নার্স আমার বোনকে সন্তান প্রসবের জন্য নরমাল ভাবে চেষ্টা করানোর নাম করে অপারেশন থিয়েটারে নিয়া যায়। 

পরে ৩টার দিকে তারা আমার বোনের সন্তানকে মৃত অবস্থায়  আমাদের হাতে তুলে দিয়ে বাচ্চার হার্টবিট কম বলে দ্রুত মাতুয়াইল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তখন দেখতে পাই বাচ্চার বুকের গুরুতর নীলা জখমপ্রাপ্তসহ পুত্র সন্তান হওয়ায় তাহার অন্ডকোষ মাত্রাতিরক্ত ফোলা এবং পুরো শরীর নীলচে রঙ্গের। 

এবিষয়ে জিজ্ঞাসা করলে তাহারা আমাদের অকথ্য ভাষায় মন্তব্য করে দেখে নেয়ার হুমকি দিয়ে বলে বাচ্চাটিকে মাতুয়াইল নিয়া না যাইলে উল্টো আমাদের কে মানহানির মামলা দিয়া হয়রানী করবে।

পরে দ্রুত এম্বুলেন্স যোগে বাচ্চাকে মাতুয়াইল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ডিউটিরত ডাক্তার বাচ্চা অনেক আগেই মারা গিয়েছে বলে জানায়।  

নবজাতকের চাচা মেহেদী হাসান জানান, এ টু জেড হাসপাতাল কর্তৃপক্ষ দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কিছু যাতে না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে বলে আস্বস্থ করেন।

হাসপাতালে যাওয়া আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, নিহতের পরিবারের লোকজনের আপত্তি না থাকায় মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।