নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫

খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (র.) স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩২, ১১ জানুয়ারি ২০২৫

খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (র.) স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

নারায়ণগঞ্জে হযরত ওয়াছ করনী (রহ.) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর উদ্যোগে খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী রহমতুল্লাহর স্মরণে মিলাদ মাহফিল, দোয়া ও তবারুক বিতরণ করা হয়।

শনিবার (১১ জানুয়ারি)  দুপুরে নারায়ণগঞ্জ নতুন কোর্ট চাঁনমারি এলাকার প্রকৃতি টিম্বার ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন চাঁনমারি মাইক্রো ষ্ট্যান্ড মসজিদের পেশ ইমাম।

তবারুক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার  সম্পাদক ও প্রকাশক এসএম ইমদাদুল হক মিলন।  এ সময় উপস্থিত ছিলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. হুমায়ুন কবির সোহাগ, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, কবি ও সাংবাদিক মোঃ  শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুল হক হীরা, ব্যবসায়ী কমল,  আফজাল হোসেন রাজু,  হুমায়ুন,  বশির, আক্তার, সাংবাদিক আসলাম,  সাংবাদিক শাহ আলম',সাংবাদিক  মিঠুন সরদার সহ আরো অনেকে।

উক্ত মিলাদ মাহফিলে দেশ ও বিদেশের  মুসলিম উম্মাহর শান্তি কামনায় মুনাজাত করা হয়। দোয়ার মোনাজাত শেষে  গরিব দুঃস্থ অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়: