নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় সদ্য প্রয়াত লুৎফর রহমান স্বপনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৩, ১০ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় সদ্য প্রয়াত লুৎফর রহমান স্বপনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত 

সদ্য প্রয়াত সংগঠক ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম লুৎফর রহমান স্বপনের রুহের মাগফেরাত কামনার ফতুল্লায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি)  বাদ আছর মরহুমের বন্ধু মহলের আয়োজনে ফতুল্লার দাপাস্থ ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আবুল বাশার সিদ্দিকের সভাপতিত্বে মরহুমের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের সহধর্মিণী সেলিনা সুলতানা। 

স্মরণ সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, এসএম ফারুক, রুহুল আমিন প্রধান, উলিউল্লাহ খোকন, মাহবুবুর রহমান রানা ও মরহুমের সহোদর জিল্লুর রহমান। 

স্মরণ সভা শেষে দোয়া মাহফিলে সদ্য প্রয়াত লুৎফর রহমান স্বপনসহ প্রয়াত আনিসুজ্জামান অনু, খন্দকার লুৎফর রহমান স্বপন, মাসুদুর রহমান মাসুদ, মাসুদ চৌধুরী, অলিউল্লাহ, হাজি গিয়াসউদ্দিন, সোয়াদ ও তারিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন ফতুল্লার শেহাচরস্থ নূর জামমে মসজিদের ইমাম ও খতিব মুফতি হারুন-অর-রশিদ ওবায়দী।

মো. সেলিম মুন্সি'র সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন আ. মতিন, শাহীন আলম, শফিকুল ইসলাম সেন্টু, মনির হোসেন, আরমান আলী, হেমায়েত রসুল রিপন, মাহতাব উদ্দিন কিশোর, মাহতাব, আজিজুল হক জীবন ও শহর আলী প্রমূখ।
 

সম্পর্কিত বিষয়: