বন্দরে "তারুন্যের উৎসব"-২০২৫ইং তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শামছুজ্জোহা এম বি এম উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুছাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্কুল-কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।
মুছাপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, মৎস্য কর্মকর্তা মো. রফিক আলম, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক শাহিদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুন খান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক সাইফুল আলম।
মুছাপুর ইউপি সচিব বশির আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, জামায়াত নেতা রেজাউল করিম রেজা, মাহবুব আলম মেম্বার সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক।
উপস্থাপনায় সিনিয়র শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন প্রমুখ। শীর্ষক এ কর্মশালা অংশগ্রহন করে মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, মুছাপুর শামছুজ্জোহা এম বি এম উচ্চ বিদ্যালয়, মুছাপুর আলিয়া মাদ্রাসা ও কদম রসুল কলেজের শিক্ষার্থীরা। তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।